ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কৃষি উদ্ভাবনে তরুণদের অনুপ্রেরণা, উদ্ভান, সমৃদ্ধকরণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ‘অ্যাগ্রি ভেঞ্চার: স্টুডেন্ট অ্যাগ্রো লিডারশিপ বুটক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনু হেনা মোস্তাফা জামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা কৃষিতে যুগান্তকারী উদ্ভাবন, উচ্চতর গবেষণা, নতুন আবিষ্কার ও সার্বিক উন্নয়নে আলোচনা করেন। এছাড়া বৈশ্বিকভাবে কৃষিক্ষেত্রে গবেষণার মাধ্যমে নতুন দ্বার উন্মোচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বাস করছি। তবে প্রশ্ন থেকে যায়— আমরা এই বিপ্লবের কতটুকু ভোগ বা ব্যবহার করতে পারছি? এমনও হতে পারে, যেদিন আমরা এর পূর্ণ সুবিধা নিতে সক্ষম হব, সেদিন বিশ্ব হয়তো আরও এগিয়ে যাবে এবং নতুন কোনো শিল্পবিপ্লবের সুফল ভোগ করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থী প্রজন্মই দেশকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি। স্বাধীনতার এত বছর পরেও আমরা এখনো বলতে পারি না যে, আমরা কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পেরেছি। এসব জায়গায় আরও মনোযোগী হয়ে কাজ করতে হবে।’
উল্লেখ্য, আইএএএস ১৯৫৭ সালে তিউনিসিয়ায় মাত্র ৮টা দেশ দিয়ে শুরু হয়ে বর্তমানে প্রায় ৫৬টা দেশে প্রায় ১১ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আইএএএস’ ২০২১ সালে ক্যাম্পাসে যাত্রা শুরু করে। সংগঠনের সদস্যরা সরাসরি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, জরিপ, গবেষণা, প্রশিক্ষণসহ নানা ধরনের কার্যক্রম করছে।