মানিকগঞ্জের সিংগাইরে গরুর খামারের মালিক মহর উদ্দীন হত্যা ও ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার ইসমাইল ওরফে ইমরানসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ (সিপিসি-২)। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ (সিপিসি-২)-এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম। এর আগে রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার খেজুরটেক, ধামরাইয়ের ছোট চন্দ্রাইল ও সাভারের ছায়াবীথি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইসমাইল ওরফে ইমরান (৪০), মো. মাসুদ রানা (২৯), মো. ওবায়দুর (২২), মো. তাওহিদ (১৮), মো. সুমন (২৭), মো. মনু (৪৫), মো. সুরুজ মিয়া (৪৫) এবং মো. হাবিবুর রহমান হাবিব (৩২)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামের মহর উদ্দীনের বাড়িতে একদল ডাকাত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। ৪টি গরুর মধ্যে সর্বশেষটি পিকআপে তোলার সময় মহর উদ্দীন (৭০) ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু (৩০) প্রতিরোধ করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তারা গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
আহতদের প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মহর উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সিংগাইর থানায় মামলা হলে র্যাব-৪ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে র্যাব-৪ (সিপিসি-২), সাভার এবং র্যাব-৪ (সিপিসি-৩), মানিকগঞ্জের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়।
স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।