মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে একটি জেটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া ঘাটের আরেকটি জেটিও চরম ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে, প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীকে বড় ধরনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন পদ্মা নদী পার হয়। তবে প্রতিবছর বর্ষাকালে এমন সমস্যা দেখা দিলেও, আগেভাগে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, নদীর তীব্র স্রোতে জেটির খুঁটির নিচের মাটি সরে গেছে, যার ফলে একটি জেটি ধসে পড়েছে এবং অপরটির অবস্থাও আশঙ্কাজনক। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
বিআইডব্লিউটিএ-এর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ জানান, বিষয়টি জানার পরপরই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে এবং বিকল্প হিসেবে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে লঞ্চঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।
তিনি আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম চলমান থাকায় ক্ষতিগ্রস্ত জেটিগুলোর তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। আপাতত সেগুলো সরিয়ে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে পরিবেশ উপযোগী হলে স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হবে।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।