মানিকগঞ্জের সিংগাইরে নিলিমা ব্যাগ মিলস লিমিটেডের প্লাস্টিক ব্যাগ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ কোটি টাকার মালামালের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ কারখানার ভেতরে মাত্র ৫ থেকে ৬ জন শ্রমিক কাজ শুরু করেছিলেন। হঠাৎ আইপিএস রুম থেকে আগুন এবং ধোঁয়া বের হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিক দ্রুত ছাদ দিয়ে বের হন এবং বাকিদের নিরাপদে বের হতে সাহায্য করেন। এর পরই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে। নিয়মিত টহলরত সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদস্যরা দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা এবং মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফ্যাক্টরির মালিক মো. আনিছুর রহমান জানান, ‘এই মিলটি প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজকেই উৎপাদন শুরু করেছিল। সকালে ৫ জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন।’ তিনি আরো জানান, ‘আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে জানিয়ে ঘটনাস্থলে আসি। আগুনে আমার প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং কোনো প্রাণহানি ঘটেনি।’
সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর জানান, তারা নিয়মিত টহলে ছিলেন এবং আগুনের ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরও জানান, কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসকে সাহায্য করেন এবং ৫ জন শ্রমিককে নিরাপদে বের করে আনেন। আগুনের কারণ হিসেবে তারা আইপিএস শর্টসার্কিটকেই দায়ী করছেন।
এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজমসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।