মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী (৫০) হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামি কেউ গ্রেফতার হয়নি। এতে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত আসামিদের গ্রেফতারে থানা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে দাঁড়ালে স্বাভাবিক হয় যান চলাচল।
রোববার (১১ মে) সকাল ১১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ-পূর্ব পাড়ার ৩য় শ্রেণী পড়ুয়া নাতনীকে ( মেয়ে পক্ষের) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো প্রতিবেশী চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন (৪২)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয় নানা আজগর আলী। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে তার কয়েক সহযোগীসহ ২৯ এপ্রিল সন্ধ্যায় কুপিয়ে হত্যা করে আজগর আলীকে।
নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। অভিযুক্ত আল আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে।
এই ঘটনায় নিহতের ছেলে আয়ূব খান বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের ৪ জনকে গ্রেফতার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। ইতিমধ্যে আজগর আলী হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সক্ষম হব।