মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার এলাকায় লক্ষ্মীপূজার মেলা দেখতে গিয়ে নিহত হয়েছে নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ ওরফে রাব্বি (১৫)। শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে এবং স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যায় রাব্বি। মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছালে একই এলাকার রাতুল নামের এক কিশোর কয়েকজন সহযোগী নিয়ে রাব্বির ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি।
রাতুলের পিতা মো. সেলিম ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
পুলিশ জানায়, প্রেমঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর রাতুলের পিতা মো. সেলিমসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”