মানিকগঞ্জে নবগঠিত সাংবাদিক সংগঠন ‘মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির শিবালয় প্রতিনিধি আনোয়ার হোসেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইউকে বিচ রিসোর্টে আয়োজিত “ফ্যামিলি ডে” অনুষ্ঠানে (২০২৫–২০২৭) মেয়াদের এই দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি : চ্যানেল আইয়ের মো. আতোয়ার সিকদার ও দৈনিক নতুন দেশ পত্রিকার জাহিদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক : দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক : দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক : দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার শাহাদুর রহমান সুজন, অর্থ সম্পাদক : ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, ক্রীড়া সম্পাদক : এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি মো. আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক : মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি মো. আমিনুর ইসলাম, প্রচার সম্পাদক : দৈনিক অগ্নিশিখা পত্রিকার রেজাউল করিম (রেজা)।
এ ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা ক্লাবের অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। জনগণের কল্যাণে, সত্য প্রকাশে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম।’