চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহ্ সুফি মৌলানা আব্দুল গফুর শাহ্ আল-মাইজভান্ডারী (র.) মাজারের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ লুট করেছে।
পুকুরের মালিক শাহজাদা মো. হাসান জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে প্রায় ৭–৮ মণ মাছ মারা গেছে। বিষ প্রয়োগের কারণে পুকুরের সব মাছ ভেসে উঠেছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, পুকুরটিতে চার বছর আগে জাল দেওয়া হয়েছিল; এরপর থেকে মাছ ধরা হয়নি। এর আগে ২০০৭ সালে একইভাবে দুর্বৃত্তরা পুকুরের মাছ লুট করেছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।