পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ১৪ কেজি ওজনের বাঘাইড় মাছ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়ার অভিজ্ঞ জেলে বিশ্বনাথ রাজবংশীর জালে মাছটি ধরে পড়ে। মাছটি তীরে তোলার সঙ্গে সঙ্গেই পদ্মাপাড়ে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। মাছটির বিশালত্ব দেখে উপস্থিত জনতার বিস্ময় লুকোনো যাচ্ছিল না! শেষ পর্যন্ত তীরে ওঠার আগেই এক ক্রেতা ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
প্রত্যক্ষদর্শী বিজয় হালদার বলেন, এত বড় বাঘাইড় পদ্মায় বহুদিন দেখা যায়নি। মাছটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ছুটে আসে। বিশ্বনাথ রাজবংশীর আনন্দ তখন চোখে মুখে ফুটে ওঠে। তীরে পৌঁছানোর আগেই এক ক্রেতা দাম ঠিক করে ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
উচ্ছ্বসিত জেলে বিশ্বনাথ রাজবংশী বলেন, পদ্মা নদী আমার জীবনের ভরসা। তবে এত বড় বাঘাইড় এই প্রথম আমার জালে ধরা পড়লো। মনে হচ্ছে, পদ্মা আজ আমাকে সৌভাগ্য উপহার দিয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে পদ্মা নদীতে ইলিশ, চিতল, বাঘাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। তবে বাঘাইড় এখন ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষিত বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। প্রজাতির ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় জেলেদের এই মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।