মানিকগঞ্জের সিংগাইরে এমএলএম ব্যবসার আড়ালে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ আগস্ট ) বিকেলে পৌরসভার অগ্রণী ব্যাংকের পাশে খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের খলিল আহমেদের ছেলে ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করতেন।
তবে অভিযুক্ত ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি চিকিৎসক নন, শুধু ওষুধ বিক্রেতা। অপরদিকে সোহেল বলেন, তিনি কেবল কোম্পানির প্রতিনিধি এবং বৈধভাবে ব্যবসা করছিলেন।
এ প্রসঙ্গে ইউএনও কামরুল হাসান সোহাগ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। তদন্তে দেখা গেছে, তারা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলাও হবে।